correo temporal

correo temporal cr
Menu
  • Home
  • Hospitality Updates
  • Visa News
Home
Job
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
Job

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

admin July 23, 2025

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (NIYD Job Circular 2025) কর্তৃপক্ষ হতে ২২ জুলাই ২০২৫ ইং দৈনিক যুগান্তর ই-পেপারে প্রকাশ হয়েছে। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট মোট ১৪ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ১১টি সরকারি স্থায়ী জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে। অনলাইনে https://niyd.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম (Application Form) পূরণ করা লাগবে।

পদের নাম: সহকারী পরিচালক
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।

পদের নাম: ইন্সট্রাক্টর (ফিশারিজ)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন।

পদের নাম: ইন্সট্রাক্টর (কমিউনিকেটিভ ইংলিশ ল্যাংগুয়েজ)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি বিষয়ে/টিচিং ইংলিশ টু স্পিকারস অব আদার ল্যাংগুয়েজ (TESOL)/ ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং (ELT)/ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং এন্ড এপ্লাইড লিংগুইসটিকস (ELTAL) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন।

পদের নাম: ইন্সট্রাক্টর (আইসিটি)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন।

পদের নাম: ইন্সট্রাক্টর (অটোমোবাইল)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।

পদের নাম: সহকারী হোস্টেল সুপারিনটেনডেন্ট
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ০৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।

পদের নাম: সহকারী লাইব্রেরীয়ান
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রি।

পদের নাম: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বা ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক (সম্মান) ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম ০৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজীতে সর্বনিম্ন ৩০ শব্দের গতি।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অনলাইনে চাকরির আবেদন করার নিয়ম

  • https://niyd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • “Application Form” লেখাতে ক্লিক করুন।
  • এখন, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট চাকরির পদ বেছে নিন।
  • এখন আপনাকে “Yes” অথবা “No” এ ক্লিক দিতে হবে। আপনি যদি All Jobs Teletalk এর প্রিমিয়াম মেম্বার হন তাহলে “Yes” এ ক্লিক দিবেন, আর যদি না হন তাহলে “No” এ ক্লিক দিবেন।
  • এখন সঠিক তথ্য দিয়ে চাকরির আবেদন পত্র ভরাট করুন।
  • এখন “Next” বাটনে ক্লিক করুন, পরবর্তী ধাপে যেতে।
  • এখন, আপনাকে পরিষ্কার ছবি ও সিগনেচার পিকচার আপলোড করুন। (ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb, সিগনেচারের সাইজ সর্বোচ্চ ৬০ kb লাগবে)
  • সর্বশেষ, “Submit” বাটনে ক্লিক করুন।
  • আবেদন ফরমটি (Application Form) প্রিন্ট করে নিন, পরবর্তীতে কাজে লাগবে।

 

অনলাইনে আবেদন ওয়েবসাইট: https://niyd.teletalk.com.bd/

প্রকাশের সূত্র বা জায়গা: দৈনিক যুগান্তর, ২২ জুলােই ২০২৫ ইং।

আবেদন করার ধরন: শুধুমাএ অনলাইনে করা লাগবে।

আবেদন শুরুর দিন ও সময়: ২৩ জুলাই ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা।

আবেদন শেষ দিন ও সময়: ২১ আগস্ট ২০২৫ ইং বিকেল ০৫:০০ ঘটিকা।

 

Share
Tweet
Email
Next Article

Related Articles

ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

MOLE Job Circular 2025

MOLE Job Circular 2025

About The Author

admin

Leave a Reply Cancel Reply

December 2025
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
« Nov    

Recent Posts

  • Why Choose a Premium Hospital for Your Healthcare Needs: The Future of Medicine
  • Best Premium Hospital in USA/Europe: Where World-Class Care Meets Compassion
  • Heart Transplant and Donation After Circulatory Criteria
  • System Tracks Subtle Health Changes and Walking Speed
  • Sterilization Failure Halts Surgeries: Impact Explained

correo temporal

correo temporal cr
Copyright © 2025 correo temporal
Theme by MyThemeShop.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh